পঞ্চায়েতে একাধিকবার আবেদন করেও মেলেনি সরকারি বাড়ি, ভগ্নদশা বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস, হঠাৎই ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, মৃত স্কুলপড়ুয়া, ক্ষোভে ফেটে পড়েছে গোটা কীর্ণাহার শহর
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে খবর বীরভূমে নানুরের কীর্ণাহারে রবিবার গভীর রাতে মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্ক চুনারি নামে বছর ১৭ এক নাবালকের। সে কীর্ণাহারে শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্লাস ১২ এ পড়তো। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ পঞ্চায়েতে একাধিকবার বাড়ির জন্য আবেদন করেও মেলেনি বাড়ি ফলের ভগ্নদশা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই নিত্য দিনের জীবন। হঠাৎই মধ্যরাতে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয় স্কুলপড়ুয়া অর্কর। এর ফলে ক্ষোভে ফেটে পড়েছে কীর্ণাহার শহরের মানুষজন। আর্থিক সঙ্কটে ভুগতে থাকা এই পরিবার অনেকবার সরকারি বাড়ির জন্য স্থানীয় পঞ্চায়েতে আবেদন কররছিল। হয়তো সরকারি বাড়ি পেলে এই ঘটনাটা দেখতে হত না বলেই দাবি এলাকা মানুষজনদের। যদিও পঞ্চায়েতে তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
No comments