পুলিশের পরীক্ষা দিতে এসে গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: গতকাল সল্টলেকের আরক্ষা ভবন থেকে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করল বিধান নগর পূর্ব থানার পুলিশ। শুক্রবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর বিহারের ভাগলপুরের বাসিন্দা রবিকান্ত কনস্টেবল এর পরীক্ষা দেওয়ার জন্য বিধান নগরের আরক্ষা ভবনে আসে। সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায় এই পরীক্ষার্থীর নামে অন্য একজন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড় হাই জাম্প, লং জাম্প দেয়। সেইখানে উত্তীর্ণ হওয়ার পর আগামীকাল বিধান নগরে আরক্ষা ভবন পরীক্ষা দেওয়ার সময় তার বায়োমেট্রিক না মেলায় তাকে প্রথমে জিজ্ঞাসা করে পরে তাকে গ্রেপ্তার করে আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।
No comments