কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে মেমারি এক নম্বর ব্লকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বাংলার সর্বত্রই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করছে |
বাংলার বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকারের চক্রান্ত ও বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার মেমারী ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর অঞ্চলের বড়র গ্রামে প্রতিবাদ মিছিলের আয়োজন করে |
ওই প্রতিবাদ মিছিলের পুরো ভাগেই নেতৃত্ব দিলেন মেমারী ১ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের দক্ষ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি | ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ, যুবনেতা মাফিজ মোহাম্মদ, মৃন্ময় ঘোষের মতো আরো নেতৃবৃন্দ |
মিছিল থেকে শ্লোগান ওঠে,"বাংলার বিরুদ্ধে বঞ্চনাকারী বিজেপি বাংলা থেকে হাত গোটাও" | কার স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চনা করছে জবাব চাই জবাব দাও।
নিত্যানন্দ ব্যানার্জি বলেন যে, বর্তমান করোনার কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ করে চলেছেন। সেই উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে বিজেপি এবং তাঁকে মদত দিচ্ছে কংগ্রেস ও সিপিএম | যারা বাংলার ভালো চায় না, বাংলার মানুষের ভালো চায় না সেই বিজেপিকে বাংলার মানুষ আগামী দিনে উপযুক্ত শিক্ষা দেবে। বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান | আজকের প্রতিবাদ মিছিলে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক করোনা বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে অংশ নেন ||
No comments