শিলিগুড়ি মহকুমার বিধাননগরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি শুরু হয় মুরালিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে। এরপর মিছিলটি মুরালিগঞ্জ বাজার,মুরালিগঞ্জ চেকপোস্ট হয়ে শেষ হয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই। এদিন মিছিলটি উপস্থিত ছিলেন বিধাননগর ১ এর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফণি দাস,বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান টুলটুলি সরকার,বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় মজুমদার,ফাঁসিদেওয়া ব্লকের মাইনরিটি সেলের সভাপতি আব্দুল কাদের,তৃণমূল নেত্রী ঝর্না সরকার সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই বিষয়ে বিধাননগর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফণি দাস বলেন যে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা ও ভ্রান্ত নীতির প্রতিবাদে এদিন আমরা মিছিল করলাম করছে। এবং এই মিছিলের মাধ্যমে সকলে বার্তা দিতে চাই যে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সকলের সঙ্গে আছে। যে কোন লড়াইয়ের জন্য দিদির সৈনিকরা পাশে আছে এবং আপনাদের চিন্তা করার কোন দরকার নেই।
No comments