বেতন কাঠামো ও স্থায়িকরণের কাজ সহ এক গুচ্ছ দাবিতে আজ বালুরঘাট কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্পলয়িজ সমিতি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
তাদের দাবি তারা কলেজের বিভিন্ন কাজে সকাল থেকে রাত অবদ্ধি উদায়স্ত খেটে চলেছেন। তবু তাদের বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়নি।পাশাপাশি তাদের স্থায়ি করন ও করা হয়নি। সে ক্ষেত্রে তাদের সংগে বৈশম্য মুলক আচরন করা হচ্ছে বলে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানান। তাদের আর ও অভিযোগ অবিলম্বে তাদের এই দাবি পুরন না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। তখন যদি এর ফলে কলেজের পঠন পাঠনের ব্যাঘাত ঘটে তার জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ি থাকবে বলে তারা জানান।
No comments