পূর্ব মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বিজেপির শ্রমিক সংগঠন BJMTU র নতুন দলীয় পার্টি অফিস পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া এলাকায় অফিস উদ্বোধনের আগেই ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপিরই বিরুদ্ধে।গতকাল কাঁকটিয়া এলাকায় দ্বোতলা একটি বাড়িতে ভাড়া নেওয়া ঘরে ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ান বা BJMTUর একটি পার্টি অফিস উদ্বোধনের কথা ছিলো।যার কারনে স্থানীয় নেতৃত্বরা অফিস ঘর ফুল দিয়ে সাজিয়ে দুপুরে বাড়ি চলে যাওয়ার পরেই একদল বিজেপির কর্মীসমর্থক এসে অফিসঘর পুরোপুরি ভাঙচুর চালায়।আলমারি থেকে পাখা এমনকি দলীয় পতাকাও রাস্তায় ফেলে দেওয়া হয়।উদ্বোধনের জন্য মাইকও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।বি জে এম টি ইউ তমলুক সাংগঠনিক জেলা নেতা কাজল আলি অভিযোগ করেন,স্থানীয় কিছু বিজেপি নেতার উস্কানিতে এই অপকর্ম করেছে।আমরা সমস্ত ভিডিও ফুটেজ পেয়েছি,তমলুক থানায় অভিযোগ দায়ের করবো।বিষয়টি আমরা রাজ্য নেতৃত্ব রাকেশ সিংকে জানিয়েছি।আমরা আইনত ব্যবস্থা গ্রহন করবো।যদিও এলাকার বিজেপি নেতা জাগরন অধিকারী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,এই ট্রেডইউনিয়ন সম্পর্কে জেলা নেতৃত্ব অবগত নয়।কিছু হালে পানি না পাওয়া নেতা তৃনমূলের কাছে টাকা নিয়ে এলাকায় অসামাজিক কাজকর্ম করার জন্য অফিস খুলছিলো।বিজেপির কিছু কর্মী তারা বিষয়টি জানতে পেরে প্রতিহত করেছে বলে জানান জাগরন বাবু।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
No comments