গরীব দুস্থ ছেলেমেয়েদের জন্য বোলপুরে ১ নাম্বার ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে ফ্রি কোচিং সেন্টার
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: নোবেল করোনা ভাইরাসের জেরে জারি হয়েছে দেশজুড়ে লকডাউন বাদ নেই জেলাও বন্ধ হয়েছে স্কুল কলেজ প্রায় চার মাস কেটে গেল এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি খোলেনি স্কুল। যদিও স্কুল কর্তৃপক্ষ অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন কারণ এন্ড্রয়েড মোবাইল নেই ফলে অনেক জনই অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হয়ে রয়েছেন ফলে চার মাস ধরে স্কুল না যাওয়ার ফলে। নিয়মিত চর্চার কোথায় একটা ঘাটতি পরেছে বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাঁরই অনুপ্রেরণায় বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মক্রমপুর এলাকায় শুরু হল তৃণমূলের ফ্রি কোচিং সেন্টার। মূলত এই কোচিং সেন্টারে এলাকার গরীব দুস্থ ছেলে-মেয়েদের জন্য বিশেষ করে পড়াশুনার ব্যবস্থা করা হয়েছে নিয়মিত এই কোচিং সেন্টার খুলে ছেলেমেয়েদের পড়াশোনা করানো হচ্ছে এই কোচিং সেন্টারের শিক্ষক অরিন্দম দাস সহ অন্যান্য ৩ জন শিক্ষক রয়েছে এই কোচিং সেন্টারে দায়িত্বে। যদিও পড়াশোনা সামগ্রিক ব্যবস্থা করেছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের রাজা রায়, ছট্টু অন্যান্য নেতা কর্মীরা৷
No comments