খণ্ডঘোষ ব্লকের আনগ্রামে এবার করোনায় আক্রান্ত ২ মাসের শিশু
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: খণ্ডঘোষ ব্লকের আনগ্রামে এবার করোনায় আক্রান্ত ২ মাসের শিশু। জানা যায় গত দুদিন আগে ওই আক্রান্ত শিশুর বাবা করোনায় আক্রান্ত হন। তিনি এখন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরই ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাড়ির প্রতিটি সদস্যর লালা রস সংগ্রহ করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজ ওই শিশুর কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানা যায়। তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন এলাকায় পৌঁছে করোনা আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য পাঠানো হয় কোভিড হাসপাতালে।
No comments