পাঁশকুড়া ব্লকের সুন্দরনগর গ্রামে উদ্বোধন হল তৃণমূলের দলীয় কার্যালয়
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের সুন্দরনগর গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো।এদিন এই দলীয় পার্টি অফিসের উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দকুমার মিশ্র।এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত সামন্ত।এদিন অজিত বাবু জানান, বর্তমান সময়ে এই দলীয় অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই রয়েছে নির্বাচন,তাই যুব শক্তিকে এলাকায় সংঘবদ্ধ করতে একটা দলীয় অফিসের প্রয়োজন থাকে।দীর্ঘ সময় সুন্দরনগর বাম হেপাজতে ছিলো।তাই এলাকায় দলীয় পার্টি অফিস ছিলোনা।এবার থেকে দলকে এই এলাকায় চাঙ্গা করতে এই তৃনমূলের দলীয় অফিস অনেক কাজে আসবে বলে জানান, পঞ্চায়েত প্রধান অজিত সামন্ত।
No comments