বিভিন্ন দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁকটিয়া বাজারে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: এবার রাজ্যে সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁকটিয়া বাজারে জানুবসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের রাজ্য সরকার গত এপ্রিল মাস থেকে আশা কর্মীদের বেতন ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা এবং সকল আসা কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় করার ঘোষণা করলেও ঐ এপ্রিল মাস থেকে তারা তাদের পুরনো বেতনটাই পাচ্ছেন। এছাড়াও তাদের দাবি অবিলম্বে সকল অসা কর্মীদের স্বাস্থ্য আইনের পূর্ন মর্যাদা দিয়ে ২১ হাজার বেতন দিতে হবে। এবং সকল আসা কর্মীদের সরকারি ভাবে পিএফ ও পেনশন চালু করতে হবে। এছাড়াও এছাড়াও তারা সরকারের বিরুদ্ধে তার একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন যে রাজ্য সরকারের তাদের দিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করার নাম করে কোন পরীবারের কোন ব্যক্তির হৃদরোগ আছে কিনা ও ঐ বাড়িতে কোন ব্যক্তির সুগার আছে কিনা এই সকল তথ্য সংগ্রহ করিয়ে নিচ্ছে আসা কর্মীদের দিয়ে। পরে ঐ পরীবারের কোন ব্যাক্তি যাদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাদের রাজ্য ঐ সকল রোগের কারনে মৃত্যু হয়েছে বলে চলিয়ে দিচ্ছে এমনি অভিযোগ আনছেন স্বাস্থ্য কর্মীরা।এবং এই সকল দাবী তারা লিখিত ভাবে শহীদ মাতঙ্গিনী স্বাস্থ্য অধিকর্তা BMOH এর কাছে জমা দেন।
No comments