পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের এবং রায়না ১ ব্লকের বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের পাশেই নয়ন জুলিতে ফেলা হচ্ছে রাইস মিলের পাঁশ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের এবং রায়না ১ ব্লকের, বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের পাশেই নয়ন জুলিতে ফেলা হচ্ছে রাইস মিলের পাঁশ। কখনো ট্রাক্টর আবার কখনো বা লরি করে পাঁশ বয়ে নিয়ে এসে ফেলা হচ্ছে বর্ধমান - আরামবাগ রাজ্য সড়কের পাশে। এর ফলে যেমন অসুবিধায় পড়ছেন পথচলতি মানুষরা, অপরদিকে নয়নজুলিতে পাঁশ ফেলার দরুন, বৃষ্টির জল বা সেচের জল নয়নজুলি দিয়ে নিকাশি বা সরবরাহ বন্ধ হবার মুখে। অনেক সময় এই সড়ক দিয়ে যাতায়াত করা বাইক চালকদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। সরকারি দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এলাকাবাসীরা।
No comments