আগস্টের দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান কোলাঘাটের রাস্তাঘাট
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ সকাল থেকে শুরু হয়েছে লকডাউন। রাজ্যের বিভিন্ন জায়গার মতোন পূর্ব মেদিনীপুর জেলাতেও যথেষ্ট প্রভাব পড়েছে।সকাল থেকে কোলাঘাট ব্লক এলাকাতেও একপ্রকার বন্ধের চেহারা ধরা পড়লো।৬ নম্বর জাতীয় সড়ক একেবারে শুনশান। নিত্যপ্রয়জনীয় পন্যের গাড়ি ছাড়া সাধারন গাড়ি চলেনি।কোলাঘাট বাজার,দেউলিয়া বাজার এলাকায় দোকানপত্র একেবারেই বন্ধ।রয়েছিলো পুলিশি টহল।দেউলিয়া বাজার সহ স্থানীয় বেশকিছু গ্রামেও চলে পুলিশি টহল।সাধারন মানুষকে রাস্তাঘাটে বেরোতে নিষেধ করা হয় পুলিশের মাধ্যমে।সবমিলিয়ে লকডাউনের প্রভাব যথেষ্টই পড়লো শনিবার সারাদিন ধরে।
No comments