একদিনে কোলাঘাট ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা ৩০, চিন্তায় প্রশাসন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
দিন দিন বাড়ছে রাজ্য সহ পূর্ব মেদিনীপুরে করোনা পজেটিভ রোগীর সংখ্যা।গতকয়েকদিন ধরে কোলাঘাট ব্লকে যে পরিমান কোভিড আক্রান্ত রোগী আক্রান্ত হয়েছিলো,তবে সব রেকর্ড ভেঙে তা একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০।গতকাল রাতে স্বাস্থ্যদপ্তরের মেডিক্যাল বুলেটিনে এমনটাই প্রকাশ পেয়েছে।যারফলে প্রশাসনের চক্ষুচড়কগাছ।গতদুদিন আগে একদিনে আক্রান্তের সংখ্যা ছিলো ১৯।তবে সেই রেকর্ড ছাড়ালো আজ।কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু জানান,প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।তবে আজকের আক্রান্তদের বেশিরভাগ রোগীর পরিবারে এরআগে করোনা আক্রান্ত হয়েছিলো।তবে প্রশাসনিকভাবে সর্বত সাহায্য করা হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসার সহায়তা করার।এরমধ্যে অনেক রোগীকেই পাঁশকুড়া বড়োমা কোভিড হাসপাতাল বা হলদিয়া কিংবা চন্ডীপুরে পাঠানো হচ্ছে।আবার কোন কোন রোগীকে বাড়িতে পিপিই কিট পাঠিয়ে বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত কোলাঘাট ব্লক এলাকায় যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে চিন্তিত সাধারন মানুষ।
বাইটঃ রাজকুমার কুন্ডু( কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি)
No comments