রক্তের সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর যুব সংঘ
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
করোনার কারণে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই কথা জানতে পেরে রক্তের সংকট মেটাতে এগিয়ে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর যুব সংঘ। এদিন ক্লাব প্রাঙ্গণেই একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ,ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার,বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান টুলটুলি সরকার,বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিজুষ সিং,বিধাননগর থানার ওসি মানস দাস,বিধাননগর ব্যবসায়ী সমিতির সিবেষ ভৌমিক,বিধাননগর যুব সংঘের সম্পাদক অশোক বিশ্বাস,আহ্বায়ক শংকর সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্ত দান করে। তার মধ্যে একজন মহিলা রক্তদাতা। এই বিষয়ে বিধাননগর যুব সংঘের সভাপতি কাজল ঘোষ বলেন যে করোনার কারণে কোথাও তেমন একটা রক্তদান শিবির হচ্ছে না। যার কারণে রক্তের সংকট দেখা দিয়েছে। আমরা সেই কথা জানতে পারি। এবং রক্তের সংকট মেটাতে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এতে কিছু হলেও রক্তের সংকট মিটবে। এবং আরও অন্যান্য ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থাকে রক্তদান করতে এগিয়ে আসতে।
No comments