শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে দেহ ব্যাবসা চলে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
রোহিত সেখ, নিউজ অনলাইন,বীরভূম: শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে দেহ ব্যবসা চলে, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালের। পাল্টা বীরভূম জেলার অনুব্রত মণ্ডল জবাব দিয়েছেন তিনি শান্তিনিকেতন সম্বন্ধে কিছুই জানেন না ভুলভাল কথা বলে খবরে শিরোনামে আসতে চাইছে।
প্রসঙ্গত শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে পৌষ মেলার মাঠ বাঁচাও কমিটি ও বিশ্বভারতীর কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় গন্ডগোল বাঁধে । মেলার মাঠের পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পৌষ মেলা বাঁচাও কমিটির বিরুদ্ধে। পাল্টা বিশ্বভারতী থেকে অভিযোগ করে পৌষ মেলা বাঁচাও কমিটির সদস্যদের বিরুদ্ধে। এই নিয়েই শুরু হয় রাজনৈতিক রাজনৈতিক চাপানুতর। দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি নির্দেশেই মিছিল করে পৌষমেলায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল। এছাড়াও উপাচার্যকে পাগল বলে কটাক্ষ করেন নরেন্দ্র বাউরী। এই নিয়ে বিশ্বভারতীর উপাচার্য একটি খোলা চিঠিতে পরিষ্কার বিভিন্ন অভিযোগ করেন। এদিন শুক্রবার বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘুরে দেখে পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্যর সঙ্গে বৈঠক করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গুরুদেবের সময় যে পরিবেশ ছিল এখন সে পরিবেশ নেই। গুরুদেবের সময় মেলার মাঠে 'সেক্স র্যাকেট' বা গাঁজা-চরসের আড্ডা চলত না। এখানকার মানুষ কেন এটা সহ্য করবে? এখানে মাঠে পাঁচিল তোলা নিয়ে কেন শোরগোল করছেন? ডাকবাংলোর মাঠে পাঁচিল দেওয়া হয়নি? বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পাঁচিল দেওয়া হয়নি? সেটাও তো শান্তিনিকেতনের মধ্যেই!" রাজ্য সরকারকে প্রশ্ন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।
No comments