শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে ২০০ কেজি গাঁজা সহ গ্রেফতার এক
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মোলানিজোত এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ছয় চাকা কন্টেনার গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা। এরপর ওই গাড়ির চালককে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম ব্রিজ কিশোর(২০)। সে শিশালোর উওর প্রদেশ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই গাড়ি থেকে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া গাঁজাগুলো আসাম বোর্ডার সংলগ্ন বক্সিরহাট থেকে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
No comments