গরম থেকে বাঁচতে বেঙ্গল সাফারি পার্কের হিমলয়ান ব্ল্যাক বিয়ারকে দেওয়া হল বরফ
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
গ্রীষ্মের দাবদাহে নাজেহাল শহরবাসী। ঠিক তেমনই শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কের হিমলয়ান ব্ল্যাক বিয়ারদের দাবদাহ থেকে স্বস্তি দিতে এবার দেওয়া হল বরফ। যদিও বরফ পেয়ে খেলতে ব্যস্ত। আবার কখনও বরফ আগলে বসে রয়েছে। অপরদিকে সাফারি পার্কে শিলা ফের গর্ভবতীর হওয়ায় খুশির হাওয়া সাফারি পার্কে। এখন বনকর্তারা প্রহর গুনছেন নতুন অতিথি আসার। কয়েকমাস ধরে করোনার কারণে বন্ধ রয়েছে সাফারি পার্ক। তাই নির্জনতার মধ্যে দিয়ে দিন কাটছে বন্যপ্রাণীরা।
No comments