Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের


শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:   দক্ষিণ দিনাজপুর জেলায় একদিকে লকডাউন যেমন চলছে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। পাশাপাশি তেমনি বাড়ছে করোনা সক্রমনে আক্রান্তের সংখ্যা।এর পাশাপাশি মৃত্যুও হয়েছে আজ দুজনের। অপরদিকে আজ  নতুন করে আরো ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।   এদিনের ৩৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০১ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে  মোট ১১৩৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন সংক্রমিত দের সেফ হাউজে এনে চিকিৎসা  প্রক্রিয়া শুরু করা হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত  ৫ অগাস্ট আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। মালদা থেকে আসা রিপোর্ট এর ৩৪ জনের মধ্যে  হরিরামপুরের ২ জন, হিলি ব্লকের ১৫ জন, তপন ১১ জন, গঙ্গারামপুরের ১জন,  ও কুশুমণ্ডি ব্লকের ৫জন সংক্রামিত হয়েছেন বলে জানা যায়।  যদিও  এই নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোন মন্তব্য করা হয়নি।এদিকে আজ আনলক ৩ তে রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। এই জেলায় লকডাউন অমান্য করায় বিকেল ৪ টে অবধি পুলিশ ১৩ জনকে আটক করেছে বলে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন।

No comments