Recent comments

ads header

Breaking News

করোনা আবহের মধ্যে হল কোলাঘাট ব্লকের পয়াগ সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটি পুজো

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আবহ রয়েছে সর্বত্র।তবে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গোৎসব। তবে এবছর আদৌ কতটা হবে তা যথেষ্ট সন্দেহ রয়েছে। করোনা আতঙ্কের জেরে বেশিরভাগ পূজো কমিটিই কোনরকম সারার পরিকল্পনা নিচ্ছেন। আর এরকই কোলাঘাট ব্লকের পয়াগ সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজোর খুঁটি পূজো কোনরকম ভাবে পালন করলো। পূজো কমিটির বক্তব্য করোনা আবহাওয়া কতটা নিয়ন্ত্রন হবে, সেই দিকেই তাকিয়ে পূজো প্রিয় বাঙালি। তবে প্রতিবছরের নিওম অনুযায়ী কোনক্রমে আজ খুঁটি পূজো করা হলো, তবে সম্পূর্ণ নিয়মবিধি মেনেই।পূজো কমিটির দাবী,করোনা ও লকডাউনের কারনে মানুষ অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে।সেই কারনে বড় বাজেটের পূজো করা হবে না।কোনরকম দূর্গা পূজো এবছর করা হবে গ্রামবাসীদের অর্থনৈতিক দূরবস্থার কথা ভেবেই।এবছর পয়াগ সার্বজনীন দূর্গোৎসব ষষ্ঠতম বর্ষে পদার্পন করছে।

No comments