করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ব্যারাকপুর-১ এর বিডিও
সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনাকে জয় করে ফিরলেন বারাকপুর-১ এর বক্ল ডেভেলপমেন্ট অফিসার তুহিন কান্তি ঘোষ। ইতিমধ্যেই তার চালকও আক্রান্ত হয়েছেন।
আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সরাসরি চলে আসেন অফিসে। কি করে চলছে ও তার কিছু জরুরি কাজও সেরে যান। তিনি আর কয়েকদিন বাড়িতে থেকে আাবার নতুন উদ্যমে কাজ করতে চান। তিনি জানান, ভয় না পেয়ে সতর্ক ও সাবধানে থাকতে হবে আমাদের। অফিসের সহকর্মীরা তাকে হাততালি ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান।
No comments