Recent comments

ads header

Breaking News

ব্যারাকপুর মহকুমায় করোনা সংক্রমণ রুখতে আয়োজিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক

সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এবার ব্যারাকপুর মহকুমা উত্তর ২৪ পরগনা জেলার ১ নম্বরে উঠে এলো। আর এই পরিস্থিতিকে সামাল দিতে রবিবার ২রা আগস্ট প্রশাসনিক স্তরে বৈঠক করলেন, ব্যারাকপুর পুরসভার মুখ্য পৌর প্রশাসক উত্তম দাস। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন,  ব্যারাকপুর মহকুমা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডঃ সুদীপ্ত ভট্টাচার্য এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাস্যোশিয়েশনের ব্যারাকপুর অঞ্চলের সভাপতি আনন্দি বিশ্বাস ও কোভিড এক্সপার্ট কমিটির সদস্যর জ্যোতির্ময় পাল সহ সরকারি বেসরকারি নার্সিংহোমের সমস্ত ডাক্তারেরা। এছাড়াও কোভিড আক্রান্তের মৃত্যুর হার কমাতেই এই বৈঠকে স্থির করা হয়,  ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে বেসরকারি হাসপাতাল গুলি রয়েছে প্রতিটি হাসপাতালে দুটি করে কোভিড আইসোলেশন বেড রাখতে হবে এবং এবিষয়ে মঙ্গলবার এই অঞ্চলের বেসরকারি হাসপাতাল গুলির সাথে আলোচনা করবেন, ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস।

No comments