রাত পোহালেই রাখী পূর্ণিমা, তবে করোনা আবহে রাখী বিক্রিতেও দেখা দিয়েছে মন্দা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রাত পোহালেই রাখী পূর্নিমা।তবে এবছর করোনা আবহে রাখীর বাজার রীতিমতোই মন্দা।করোনা আতঙ্ক ও অন্যদিকে লকডাউন সবমিলিয়ে বাজারে বিক্রি যেমন কম হচ্ছে রাখী অন্যদিকে লকডাউনের জন্য মানুষজন গৃহবন্দি থাকায় বাজার দোকানে বেরহতেও পারছেন না।সবমিলিয়ে রাখীবাজার এবছর করোনা চআহে রীতিমতো মন্দা।এমনই দৃশ্য ধরা পড়লো কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে। এখানকার ব্যবসায়ী রাখীবিক্রেতা রাজু সেন জানান,প্রতিবছর রাখীর সপ্তাহ খানেক আগে থেকেই রাখীকেনার হিড়িক পড়ে যেতো ক্রেতাদের মধ্যে।তবে এবছর সম্পর্ণ ব্যতিক্রম।সবে গতকাল কোনক্রমে রাখীর পসরা নিয়ে বসা হয়েছে,ক্রেতার সংখ্যা নেহাতই নগন্য।কয়েক হাজার টাকার রাখী বিক্রির জন্য দোকানে তোলা হলেও সকাল থেকে হাতেগোনা কিছু ক্রেতার দেখা মিলেছে।ফলে ব্যবসা এবছর চরম ক্ষতির মুখে পড়েছে।
No comments