Breaking News

দক্ষিণ দিনাজপুরে নদীতে নৌকা ডুবে তলিয়ে গেল ২ জন

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: নদীতে নৌকা ডুবে তলিয়ে গেল ২ জন। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শিশু পুকুর এলাকায়। জানা যায় নিখোঁজ দুজনের নাম মুন্ডা সরেন(৫০),আকাশ হাঁসদা(৮) ।জানা যায় এই দিন শিশু পুকুর গ্রামের বাসিন্দারা টাঙ্গন নদী পার হওয়ার সময় দূর্ঘটনা বশত মাঝনদীতে উল্টে যায় ডিঙ্গি নৌকা। ঘটনায় ছয় জন উদ্ধার হলেও তলিয়ে যায় শিশুসহ এক ব্যক্তি। ডিজাস্টার ম্যানেজমেন্টর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

No comments