আলিপুরদুয়ারের এসডিপিও নিজেই করোনার মৃতদেহ কবর দিতে হাত লাগালেন
নিউজ অনলাইন: সত্যি একেই বলে সত্যি কারের করোনা ওয়ারিওর। এই করোনা অতিমারীর সময় পুলিশকর্মীরা প্রত্যেকদিন নিজেদের জীবন বাজি রেখে করোনার বিরুদ্ধে অন্যান্য করোনা যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন। এরকমই একটি ছবি ধরা পড়ল উত্তর বঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের এসডিপিও নিজে হাত লাগিয়েছেন করোনায় মৃত দেহ কবর দেওয়ার কাজে। তার এই কর্মকান্ডের জন্য আমাদের নিউজ অনলাইন টিমের পক্ষ থেকে তাকে প্রণাম। আমরাও আশা রাখি এভাবেই মানুষ সমস্ত আতংক ভুলে গিয়ে সচেতন হয়ে এই বিপদের দিনে সকলের পাশে দাঁড়াক।
No comments