এবার কলকাতায় খোঁজ মিলল জাল করোনা রিপোর্টের, পুলিশের জালে ৩
নিউজ অনলাইন ডেস্ক: চারিদিকে একেতে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা কম, আতংক বেশি ছড়িয়েছে। এর মধ্যেই শহর কলকাতায় খোঁজ মিলল জাল করোনা রিপোর্ট তৈরির করার একটি ল্যাবের। সম্প্রতি কলকাতার বাসিন্দা এক ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে করোনা টেস্টের স্যাম্পেল সংগ্রহ করেন কলকাতা নেতাজি নগর থানা এলাকার একটি ল্যাবের দুই কর্মী, এরা আবার সম্পর্কে দুই ভাই। এর পর তারা ভারত সরকারের সংস্থা ICMR এর একটি ম্যানুয়েল ফর্মে ওই ব্যাংক কর্মীর কোভিড রিপোর্ট নেগেটিভ লিখে দেন। এবং এর জন্য তার কাছ থেকে ২০০০ টাকা টেস্টের জন্য নেয় ওই ল্যাব কতৃপক্ষ। এরপর কিছুদিন পরে ওই ব্যাংক কর্মীর শারীরিক অবস্থার অবনতি ঘটায়, তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার কোভিড পরীক্ষা করা হলে, তার রিপোর্ট পজিটিভ আসে। এর পরে ৩০শে জুলাই ওই ব্যাংক কর্মী হাসপাতালেই মারা যান। বাড়ির লোকের আগের রিপোর্ট নিয়ে সন্দেহ হওয়ায় তারা কলকাতার নেতাজি নগর থানায় ওই ল্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশের তদন্তে উঠে আসে ওই ল্যাব থেকে দেওয়া ম্যানুয়াল কোভিড রিপোর্টটি জাল ছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ল্যাবের মালিক সহ ল্যাবের দুই কর্মীকেও (যারা ওই ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে করোনার স্যাম্পেল সংগ্রহ করেছিলেন)গ্রেফতার করেছে পুলিশ।
No comments