প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সোমবার ছিলো রাখীপূর্ণিমা। আর এই দিনটিতে পাঁশকুড়া ব্লকের মাইসোরা গ্রামে অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হলো রাখীবন্ধন উৎসব। এলাকার তৃনমুল নেতা আফজল শাহের নেতৃত্বে সারাদিন ধরে চলে রাখীবন্ধন উৎসব। এদিন পথচলতি মানুষ থেকে ব্যবসায়ীদের পরিয়ে রাখীবন্ধন উৎসব পালিত করা হয়।এদিন রাখী ছাড়াও মাস্ক ও মিষ্টিমুখ করানো হয় পথচলতি মানুষদের।এদিন আফজল বাবু বলেন,এলাকার তৃনমূল নেতা তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুরবান শাহ মাইসোরা এলাকায় প্রতিবছর রাখীবন্ধন উৎসব করতেন।কিন্তু গতবছর পূজোর সময় এই এলাকায় তার অফিসে দুস্কৃতির হাতে নিহত হন।আর তারই স্মৃতির উদ্দেশ্যে তারই দাদা বর্তমান মাইসোরা অঞ্চল তৃনমূলের অবজারভার আফজল শাহ একই ভাবে আজ রাখীবন্ধন পালন করলেন।এলাকায় শান্তিনও মৈত্রী ধরে রসখার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান পালন করেন বলে জানান।
No comments