মেছেদায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল রাখি বন্ধন অনুষ্ঠান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ রাখীপূর্ণিমা। আজ একে অপরকে রঙিন সুতোর ডোরে আবদ্ধ হয়ে সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষে সাধরন মানুষ থেকে রাজনৈত্যিক দলের পক্ষ থেকে রাখীবন্ধন উৎসব পালন করা হয়।এদিন মেছেদায় ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নের পক্ষ থেকেও এদিন রাখীবন্ধন পালন করা হয়।বি জে এম টি ইউ নেতা কাজল আলির নেতৃত্বে এদিন রাখীবন্ধন পালন করা হয়।এদিন পথচলতি মানুষ থেকে দোকানদার এমনকি দলীয় কর্মীদের এদিন রাখী পরিয়ে মিষ্টমুখ করা হয় BJMTU র পক্ষ থেকে।
No comments