ফের বিনা চিকিৎসায় প্রাণ হারালেন এক যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ফের চিকিৎসার অভাবে প্রাণ গেলো এক যুবকের ,কয়েকটি হাসপাতাল ঘুরেও মিললো না চিকিৎসা,ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাকপুর মোহনপুর বরোকাঠালিয়া, মৃত যুবকের নাম দীপঙ্কর সিংহ রায় একটি বেসরকারি সংস্থার কর্মী ۔পরিবারের লোক জানান নার্ভের সমস্যা নিয়ে ভুগছিল ,এরপর গতকাল বিকেলে শ্বাসকষ্ট শুরু হয় ۔ কাল রাত ৮۔৩০ থেকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হসপিটাল তারপর সেখান থেকে বারাকপুর পৌরসভা পরিচালিত হসপিটালে নিয়ে গেলে সেখানেও করোনা সন্দেহে না দেখে ফিরিয়ে দেওয়া হয় ۔এরপর সেখান থেকে বারাকপুর বি এন বোস হসপিটালে নিয়ে গেলে সেখানেও ভর্তি নেওয়া হয় নি ۔۔এরপর তাকে সাগরদত্ত হসপিটালে রেফার করা হয় রাস্তায় মৃত্যু হয় রাত ১০:৩০ নাগাদ।۔۔বাড়ির লোকের অভিযোগ চিকিৎসার অভাবে ই মৃত্যু হয়েছে ওই যুবকের।۔۔বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস খোঁজ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।
No comments