Breaking News

কোলাঘাটে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ প্রদান সপ্তাহ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ প্রদান সপ্তাহ পালন করা হলো।বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উদযাপন কমিটি পশ্চিম বঙ্গ শাখার উদ্যেগে এবং শিশুচিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিকের তত্বাবধানে কোলাঘাটে এক নার্সিং হোমে যথাযোগ্য নিয়ম বিধি মেনে পালন করা হলো। এদিন নার্সিং হোমে একাধিক নবজাতক শিশুদের মায়েদের বোঝানো হয় মাতৃদুগ্ধের গুনাগুন ও শিশুদের বিকাশে কতটা জরুরী।এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত শিশু জন্মাবার পর থেকেই টানা ৬ মাস মাতৃদুগ্ধ অবশ্যই খাওয়াতে হবে।এরপর ৬ মাস থেকে ২ বছর অবধি মাতৃদুগ্ধের সাথে অন্যান্য পরিপূরক খাওয়ার খাওয়ানো যেতে পারে।তাছাড়া এই করোনা আবহে মা কোভিড আক্রান্ত হলেও সেই মায়ের দুধ খাওয়ানো যেতে পারে শিশুকে।এবিষয়ে একনো কোন শিশুর কোভিড আক্রান্ত হওয়ার কোন খবর মেলেনি।তাই মাতৃদুগ্ধে শিশুর অপরিসীম উপকারিতা রয়েছে।ফলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মায়েরও শারিরীক উপকার রয়েছে।এদিনের এই বিশ্ব মাতৃদুগ্ধ প্রদান সপ্তাহ থেকে এই বার্তাই দেওয়া হয় মাতৃদুগ্ধ পান প্রতিটি শিশুর অধিকার।আর মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই।


No comments