কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যাগে কুশমন্ডি ব্লকে গ্যাপি মাছ বিতরন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যাগে কুশমন্ডি ব্লকে গ্যাপি মাছ বিতরন করা হলো ১৪০০ জলাশয় তে এক লক্ষ ৫৩ হাজার গ্যাপি মাছ ছাড়ালেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী । এদিন কুশমন্ডি ব্লকে কুশমন্ডি জলাশয় ও ড্রেন গ্যাপি মাছ ছাড়া হয়ে মশা ও ডেঙ্গু লালা পতিরোদ করবে সাধারন মানুষ উপকৃত হবেন বলে জানান কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী এছাও উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকে ফিসারি দপ্তরে আধিকারিক প্রবঞ্জন সাহা প্রদীপ কুমার সিং , VRP এ রা। এই প্রসঙ্গে ফিসারি দপ্তরে আধিকারিক প্রবঞ্জন সাহা বলেন আজ গ্যাপি মাছ বিতরন করা হলো এবং ১৪০০ জলাশয়ে ছাড়া হয়ে মশা লালা কে খেয়ে ফেলবে এই গ্যাপি মাছ। এই প্রসঙ্গে এ ক vrp দিলীপ চন্দ্র সরকার বলেন কুশমন্ডি ব্লকে যে সমস্ত জলাশয় আছে ও যেখান থেকে মশা উৎপন্ন হয়ে সেই সমস্ত জলাশয় গ্যাপি মাছ ছাড়া বলে জানান। আগমী দিনে আরো গ্যাপি মাছা ছাড়া বলে জানালেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহোম চৌধুরী।।
No comments