কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে বিজেপির উদ্যোগে রাখিবন্ধন উৎসবে চারা গাছ ও মাস্ক বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ রাখীবন্ধন উৎসব। রাজ্যের সর্বত্র আজ পালন করা হচ্ছে এই রাখীবন্ধন। আজ সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে বিজেপির কোলাঘাট মন্ডল ৩ এর পক্ষ থেকে রাখীবন্ধন উৎসব পালিত হলো।এদিন সকালে সাধারন মানুষকে রাখী পরানো ছাড়াও এদিন করোনা সচেতনতা হিসেবে তুলে দেওয়া গয় মাস্ক।এছাড়াও এদিন ৫০০ চারাগাছ তুলে দেওয়া হয় সাধারন মানুষকে। সম্প্রতি আমফানের কারনে প্রচুর গাছ প্রকৃতিতে নষ্ট হয়।সেই ক্ষতির কিছুটা ক্ষত মেটাতেই এই গাছের চারা বিতরন।
No comments