Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প  গুলোর মধ্যে একটা অন্যতম প্রকল্প হল সেফ ড্রাইভ সেভ লাইফ।
পথ দুর্ঘটনায় মৃত্যুর হাড় কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন আজকের দিনে।
আজ ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ তম বর্ষ পূর্তি।
আর এই চতুর্থ তম বর্ষ পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর উদ্যোগে, আই সি সদর সঞ্জয় কুণ্ডু এবং সেহারাবাজার ট্রাফিক গার্ডের ট্রাফিক ওসি,  সুকুমার মন্ডলের নেতৃত্বে একটি সচেতনতার রালি করা করা হলো।
উপস্থিত ছিলেন সিআইসি (সদর) সঞ্জয় কুণ্ডু,ট্রাফিক ওসি সুকুমার মন্ডল,রায়না থানার ওসি পুলক মন্ডল,সেহারাবাজার ফাঁড়ির এস আই রাজেশ মাহাতো সহ অন্যান্যরা।
ৱ্যালিটি  বাঁকুড়া মোড় থেকে মিরাপোতা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই ৱ্যালি  থেকে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি, মাস্ক ও ক্যাপ বিতরণ করা হয় এবং হেলমেট বিহীন বাইক চালক ও বাইক আরোহিদের গোলাপফুল দেওয়া হয়। এবং মাস্ক বিতরণ করা হয়।

No comments