গঙ্গারামপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২১ জন করোনা আক্রান্ত রোগী, সরকারি পরিষেবায় খুশি সকলেই
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
করোনা আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে। সোমবার গঙ্গারামপুরের সেফ হোম কোয়ারেন্টাইন থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২১ জন করোনা আক্রান্ত রোগী। গঙ্গারামপুর স্টেডিয়ামে সেফ হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছেন বলে দাবি করেছেন সুস্থ হয়ে ওঠা রোগীরা।
জেলা প্রশাসন সূত্রে খবর, ৬০ আসন বিশিষ্ট গঙ্গারামপুর স্টেডিয়ামের সেফ হোম কোয়ারেন্টাইনে রোগীদের একাকীত্ব কাটাতে টিভি সহ লুডু, দাবা ইত্যাদির ব্যবস্থা রয়েছে। এছাড়াও উন্নত মানের স্বাস্থ্যসম্মত খাবার সহ প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী আলাদা আলাদা ভাবে রোগীদের দেওয়া হয়েছে সরকারের তরফে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ওই রোগীদের ডিসচার্জ কিট হিসাবে হ্যান্ড গ্লাভস মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হয়েছে প্রশাসনের তরফে।
জেলা তথ্য ও তথ্য সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী জানিয়েছেন, এদিন ২১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
No comments