টাঙ্গন নদীতে জল বেড়ে যাওয়ায় কুসুমন্ডিতে নদী বাঁধ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: টাঙ্গন নদীতে জল বেড়ে যাওয়ায় কুসুমন্ডিতে নদী বাঁধ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা
দঃদিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের ঢাকঢল ও ছোট দামোদরপুরে টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন এলেন দঃদিনাজপুর জেলার এ ডি এম প্রনব ঘোষ , সাব ডিভিশন ডেপুটি ম্যাজিষ্ট্রাট মনতোষ মন্ডল সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এছাড়াও ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও সৈপা লামা , কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী কুশমন্ডির কৃষি করামাধক্য রেজা জাহির আব্বাস , অব্দুল কদের মিঞা সহ অরো অনেকেই।
No comments