কুমারগঞ্জে বিজেপি-তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিল প্রায় ৩০০ যুবক
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: বিজেপি ও তৃনমুলের কাজকর্মের প্রতি বিতশ্রদ্ধ হয়ে বিভিন্ন দল ছেড়ে ৩০০ জন তরুন কংগ্রেসে যোগদান করলো। আজ বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জে। এই ৩০০ জন তরুওনের মধ্যে বেশির ভাগ পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। এদের হাতে জাতীয় কংগ্রেস দলের দলিয় পতাকা তুলে দিয়ে কংগেসে যোগদান পর্ব সারেন জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব সহ কুমারগঞ্জ ব্লক সভাপতি রতন সরকার ও সাধারন সম্পাদক রাজা হরিষচন্দ্র ও বালুরঘাট টাউন কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র পাল ও গোপাল কর সহ জেলা কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দ। যদিও জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব এদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখতে রাজি নন এই কারনে যে কেউ জন্মগত ভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে পৃথিবীতে আসেনা। তাই তাদেরকে জেলার যুব সম্পদ হিসেবেই দেখতে চান। পাশাপাশি এই তরুনদের যুবশক্তিকে দেশের সম্পদ হিসেবেই দেখতে চান। তিনি আরও জানান তৃনমুল বিজেপি র প্রতি বিতশ্রদ্ধ হয়ে বিভিন্ন দল থেকে তাদের দলে ওই ৩০০ জন তরুনরা যোগ দেওয়ায় এই জেলায় কংগ্রেস শক্তিশালী হবে বলে জেলা কংগ্রেস সভাপতি জানান।
No comments