কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে উড়ে গেলো গৃহস্থের বাড়ির চাল। ঘটনা পূর্ব বর্ধমানের, মেমারি ১ নং কিস্কিন্ধা গ্রামের। ঘটনায় আহত তিন ব্যাক্তি সহ এক শিশু। জানা যায় যেই বাড়ির ঘটনা উক্ত ওই বাড়ির গ্যাসের ওভেন খারাপ থাকায় মিস্ত্রি আসে এবং ওভেন মেরামত করে দিয়ে যায়। তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছান মেমারি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখেন এবং আহত তিন ব্যাক্তি সহ এক শিশুকে মেমারি হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। আহত ব্যাক্তিদের অবস্থা খারাপ হওয়ায় গতকাল রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
No comments