বর্ধমানের, রায়না ২ নম্বর ব্লকের, উচালনের আমতলায় উদ্বোধন হলো একটি শিশু আলয়
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব বর্ধমান জেলার, রায়না ২ নম্বর ব্লকের, উচালন এর আমতলায় উদ্বোধন হলো একটি শিশুর আলয়(আই সি ডি এস)। জানা যায় এলাকারই এক সহৃদয় ব্যক্তি তার প্রচেষ্টায় তৈরি হয় এই সুসজ্জিত শিশু আলয় টি। আজ ফিতে কেটে শিশু আলয়টির উদ্বোধন করলেন রায়না ২এর বিডিও দীপ্যমান মজুমদার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিডিও দীপ্যমান মজুমদার ছাড়াও উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস, উপপ্রধান আনিসুর রহমান শেখ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনসার আলী খান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ অন্যান্য আরো অনেকেই। জানা যায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় নিজের আড়াই কাঠা জমি শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে দান করেন সরকারকে। রায়নার উচালনে বসবাসকারী উক্ত সহৃদয় ব্যক্তির নাম বাসুদেব গুহ।
No comments