কোলাঘাটের দুই সমাজসেবী শ্যামল মাঝি ও সুব্রত সামন্ত রায়ের উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দিনকে দিন বাড়ছে করোনা সংক্রমন,তবুও রাস্তাঘাটে মানুষ বেরোলেও স্বাস্থ্যসচেতনতা নিয়ে হুঁশ নেই।বিনা মাস্কেই দিব্যি ঘুরেবেড়াচ্ছে মানুষজন।যদিও কোলাঘাট থানা এলাকায় প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বিনা মাস্কে কোন দোকানে ক্রেতা বিক্রেতাদের জিনিসপত্র কেনা বা বিক্রি করা যাবে না।তবে এই কারনে মানুষকে সচেতনতার উদ্দেশ্যে কোলাঘাটের দুই সমাজসেবী শ্যামল মাঝি ও সুব্রত সামন্ত রায়ের উদ্যোগে ২০০০ বিনামাস্ক পরা পথচলতি মানুষকে মাস্ক তুলে দিলেন।পাশাপাশি মানুষকে সচেতনতাও করা হয়।এদিন সারাদিন ধরে চলে এই কর্মসূচী।
No comments