চারিদিকে করোনা আবহের মধ্যে আশার আলো দেখাচ্ছে পাঁশকুড়ার বড়োমা করোনা হাসপাতাল
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা যেন ঘিরে ধরেছে পূর্ব মেদিনীপুরকে।দিনের পর দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে নতুন করে ৪৯ জনের সুস্থতার খবর পাওয়া গেছে হাসপাতাল তরফে।এই সুস্থতার খবরে একটু হলেও হাসি ফুটেছে হাসপাতাল চত্বরে।হাসি ফুটেছে পূর্ব মেদিনীপুর বাসীর মুখে।একদিকে করোনা আক্রান্ত অন্যদিকে করোনাতে সুস্থ এই দুইয়ের মিশ্রনে মানুষ হয়ে উঠেছে ভীত।হাসপাতাল থেকে জানা যায় আজ ৪৯ জনের নেগেটিভ রিপোর্ট আসে তাই তাদের ছেড়ে দেওয়া হয় এনারা হলেন কন্টাই -২,পটাশপুর -২,মহিষাদল -২,তমলুক -১৭,কোলাঘাট-৪,এগরা -১,খেজুরী -১,নন্দীগ্রাম-১,পাঁশকুড়া-১০,মেছেদা-৩,নন্দকুমার -৩,হলদিয়া -১,ময়না -২।
No comments