পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো জেলা জুড়ে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ফের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বৃহস্পতিবার করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো জেলা জুড়ে। এদিকে জেলা জুড়ে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলা এবং তারই অঙ্গ হিসাবে কন্টেনমেণ্টের তালিকা ক্রমশই দীর্ঘতর হয়ে উঠতে থাকায় অজানা ভয়ে, আতংকে ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহলও ।তারই মাঝে নতুন করে আতংক ছড়ালো খণ্ডঘোষের এক ব্যক্তির করোনার দরুন মৃত্যুকে ঘিরে। খণ্ডঘোষের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি জ্বর সহ বেশ কিছু উপসর্গে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাঁকে খণ্ডঘোষ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়। জানা যায় তাঁকে হাসপাতালে নিয়ে যাবার পথেই তাঁর মৃত্যু হয়। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, মৃত ব্যক্তির আগেই পুল টেস্ট করা হয়েছিল। সেখানে রিপোর্ট পজিটিভ আসে।
No comments