কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রামপঞ্চায়েত এলাকার বিশেষ বিশেষ স্থানে স্যানিটাইজেশনের ব্যবস্থা করল বিজেপি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রামপঞ্চায়েত এলাকার বিশেষ বিশেষ স্থানে স্যানিটাইজের ব্যবস্থা করলো বিজেপি।এদিন পুলশিটা গ্রামপঞ্চায়েত এলাকার গোবর্দ্ধনপুর থেকে দেউলিয়া পর্যন্ত বিভিন্ন দোকান,স্কুল,কোয়ারেন্টাইন সেন্টার, মন্দির এলাকায় স্যানিটাইজ করার পাশাপাশি মাইকে করে করোনা সতর্কতা নিয়ে প্রচার অভিযানে নামে কোলাঘাটের স্থানীয় বিজেপি নেতৃত্ব।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা নেতা সেক সাদ্দাম হোসেন সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
No comments