Recent comments

ads header

Breaking News

জনপ্রতিনিধিদের সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক, দাবি বাদশার

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
 রাজ্যের সব জনপ্রতিনিধির সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্র জনসমক্ষে দেখানো হোক। রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি গণ রন্ধনশালায় যোগ দিয়ে এমনই দাবি তুললেন অভিনেতা বাদশা মৈত্র। এদিন তিনি বলেছেন, 'জনপ্রতিনিধিরা ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় কত সম্পত্তি দেখিয়েছিলেন, আর এখন তাঁদের সম্পত্তি কত তা শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাহলে বোঝা যাবে কোন জনপ্রতিনিধি মানুষের জন্য কী করেছেন। প্রয়োজনে একটা নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক। সেই কমিটির অধীনে এই শ্বেতপত্র প্রকাশের কাজ শুরু করা হোক।' 

আমফান দুর্নীতি প্রসঙ্গে বামপন্থী বুদ্ধিজীবী বাদশা বলেন, 'চারদিকে এখন আমফানের টাকা ফেরত দেওয়ার কথা বলছেন। এটা কখনই মানা যায় না। ডাকাতি করে টাকা ফেরত দিলে অপরাধ লঘু হয়ে যায় না। তা হলে এখন থেকে সব চোর ডাকাতরা পুলিশের হাতে ধরা পড়লেই বলবে, আমি টাকা ফেরত দিয়ে দেব। আমাকে ছেড়ে দিন।'

হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে ইছাপুরের কোরোনা আক্রান্ত ছাত্রের মৃত্যুর ঘটনায় বাদশা স্বাস্থ্য দপ্তরের কঠোর সমালোচনা করেছেন। 

অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবার কোরোনা আক্রান্ত হয়েছেন। সে ব্যাপারে অনুষ্ঠানে যোগ দেওয়া আর এক অভিনেতা দেবদূত ঘোষ বলেন, 'আমরা সকলেই মল্লিক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁরা সকলেই এখন ভালো আছেন। উদ্বেগের কিছু নেই।'

No comments