করোনা আক্রান্ত রোগী নিজেই রাস্তায় বসে বলছে আমি করোনা আক্রান্ত! কি করব? এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল নন্দকুমারে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আক্রান্ত রোগী রাস্তায় বসে বলছে আমি কোভিড আক্রান্ত! কি করব?
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয় এলাকায়।আর তার জন্যই প্রশাসন সিল করল নন্দকুমার বাজার এলাকা।
মঙ্গলবার সকালে নন্দকুমারের ভবতারিনী মন্দিরের পাশে একজন লোককে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে উৎসুক জনতা জানতে চায় তিনি কে? ও কেন এসেছেন? ঐ ব্যাক্তি নাকি জানায় তিনি হলদিয়া তে একটি কোম্পানিতে ঠিকা শ্রমিকের কাজ করে, তিনি করোনা আক্রান্ত, কি করবে বুজে উঠতে পারছেনা। লোকমুখে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।ভয়ে বাজার এলাকা নিমেষে ফাঁকা হয়ে যায়।খবর পায় প্রশাসনও।তড়িঘড়ি নন্দকুমার থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে ঐ করোনা রোগীকে পাঁশকুড়ার বড়োমা হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় রিতিমত আতঙ্কিত প্রশাসনও।সিদ্ধান্ত নেয় বাজার এলাকা সাত দিনের জন্য সীল করার।
No comments