Recent comments

ads header

Breaking News

বারাসাতে একটি বেসরকারি নার্সিং হোমকে করোনা হাসপাতাল ঘোষণা করায় বিক্ষোভ স্থানীয়দের

সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত চাপাডালি মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করার পর থেকেই বিক্ষোভ ও অসন্তোষের বাতাবরণ তৈরি হয় গত কয়েক দিন ধরে। আজ সোমবার সকাল থেকেই দফায় দফায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে তাদের সাথে যোগ দেন হাসপাতালে কর্মচারীরাও। ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। বিক্ষোভ ও অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড।বিক্ষোভকারীদের সঙ্গে বারাসত থানার পুলিশ কথা বলে সমস্যা সমাধানের সুরাহা হবে বলে আশ্বস্ত করলে অবরোধ-বিক্ষোভ উঠে যায়। হাসপাতালের কর্মচারীদের দাবি এই হাসপাতাল করণা রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র করা হলে তাদের ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন নানা সমস্যার সম্মুখীন হবে। প্রতিবেশীদের অভিযোগ কোনরকম অনুসন্ধান না করে এত ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে করণা হাসপাতাল তৈরি সিদ্ধান্ত কিভাবে নেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা । এদিন বিক্ষোভ-অবরোধ কর্মসূচিতে শামিল হন টোটো চালক অটোচালক ট্যাক্সিচালক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি এই হাসপাতাল করণা রোগীদের চিকিৎসা কেন্দ্র হলে এই অঞ্চলে মানুষ যাতায়াত বন্ধ হয়ে যাবে ফলো তো তারা রুটি-রুজি হারাবেন।

No comments