কল্যাণী- ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের উপর কাঁপা হাইরোড মোড়ে মদ্যপ অবস্থায় গাড়ির ধাক্কা ট্রাফিকের হোমগার্ড কর্মীকে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: শুক্রবার রাত ৮ টা নাগাদ কাঁচরাপাড়া কাঁপা হাই রোডে মোড়ে মদ্যপ অবস্থায় গাড়ির ধাক্কা ট্রাফিকের হোমগার্ড কর্মীকে। আহত হোমগার্ড কর্মী কাঁচরাপাড়া জোড়া মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা, নাম দীপঙ্কর দে বয়স ২৪। গুরুতর আহত অবস্থায় ওই হোমগার্ড কর্মীকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়িচালকসহ আরও দু'জনকে আটক করেছে বীজপুর থানার পুলিশ।
No comments