Recent comments

ads header

Breaking News

হাতির দাঁত সহ দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিংপঙের কাছে মংপং এলাকায় অভিযান চালায় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। এরপর সেখানে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম শোভা তামাং (৬২) ও সোম শেরিং তামাং (৩৬)। ধৃত দুইজনের বাড়ি দার্জিলিংয়ে। এই বিষয়ে উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন বলেন যে গোপন সূত্রে খবর পেয়ে মংপং সেখান থেকে দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এবং ধৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে। এর পাশাপাশি একটি ছোট যাত্রীবাহী গাড়ি ও কিছু বিদেশি মুদ্রা সহ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং উদ্ধার হওয়া হাতির দাঁতটি দার্জিলিং থেকে আনা হয়েছিল। সেইটা নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীদের। ধৃতরা জেরায় স্বীকার করেছেন যে তারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

No comments