Recent comments

ads header

Breaking News

সাবধান! বারাসাত জুড়ে চলছে মাস্ক পড়া নিয়ে কড়া নজরদারি

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাসাত জেলা পুলিশের কড়া  নজরদারী। স্বাস্থ্য নির্দেশিকা অমান্য করলেই আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক করা হচ্ছে আইনভঙ্গকারীদের । পথ চলতি মানুষ বা দোকানদার ছাড় পাচ্ছেন কেউই। প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্র সচিব আগেই নির্দেশিকা জারি করে  জানিয়েছিলেন মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলেই তার বিরুদ্ধে নেওয়া হবে আইনী পদক্ষেপ। স্বাস্থ্য নির্দেশিকা পালনের বিষয়ে বারাসাত জেলা পুলিশ আগেও নজরদারি চালালেও এবার থেকে আইনী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বারাসাত জুড়ে চূড়ান্ত কঠোর অবস্থান নিচ্ছে।  ।বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় রাস্তায় নেমে  পুলিশি নজরদারীর নেতৃত্ব  দিয়ে  জানিয়েছেন , মাস্ক ব্যবহার , সামাজিক দূরত্ববিধি, স্যানিটাইজার ব্যবহার সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশিকা মানতেই হবে নাগরিকদের। 

 কোভিড পসিটিভ রোগীর সংখ্যা বাড়ছে বারাসাত জেলা জুড়ে। প্রশাসন বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ নিলেও জনসাধারণের মধ্যে স্বাস্থ্য নির্দেশিকা পালনে সার্বিক  সচেতনতার অভাব থেকেই যাচ্ছে। বারাসাত জেলা পুলিশ শনিবার মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি নিয়ন্ত্রণ সহ রাজ্যের জারী করা স্বাস্থ্য নির্দেশিকা পালনের বিষয়ে নজরদারি চালালো। বারাসাত জেলা পুলিশের সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় কে রাস্তায় নেমে পুলিশি নজরদারী অভিযানে নেতৃত্ব দিতে দেখা যায়। মুখে মাস্ক না থাকলেই  পথচলতি নাগরিক ও দোকানদারদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। মাস্ক বিতরণ ছাড়াও স্বাস্থ্য নির্দেশিকা পালন অমান্য করা মানুষদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়। মাস্ক না পরে দোকান চালু রাখলেই  দোকান বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান,কোবিড মোকাবিলায়  বারাসাত জুড়ে সিংহভাগ মানুষ স্বাস্থ্য নির্দেশিকা মানছেন  তথাপি সামান্য  কিছু মানুষ নিয়ম মানছেন না  । আইন ভঙ্গ কারীদের পুলিশ আটক ও করেছে।

No comments