Recent comments

ads header

Breaking News

তাজপুরে স্নান করতে গিয়ে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর তাজপুরে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল ।শনিবার স্নান করতে গিয়ে  জলে ডুবে যাওয়া এক পর্যটকের  মৃতদেহ উদ্ধার হয়েছিলো।অপর এক জন  নিখোঁজ হয়ে যায়।এরা সকলেই হাওড়া থেকে এসেছিল।জানা গেছে সমুদ্রে তিন জন নেমেছিল।দুই জন তলিয়ে যায়।
শনিবারই পাওয়া মৃত পর্যটকের নাম 
 শাহেদ সালিম( ২৫)।হাওড়ার শিবপুরের  ৫ নম্বর পি এম বস্তীর বাসিন্দ।এই যুবকের সাথে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলো  মহম্মদ জুনেত।বছর  ৩০ এর এই যুবকের বাড়ি টিকিয়াপাড়াতে।এদের সাথে স্নান করতে নামা আর একজন বন্ধু সুস্থ্য।
জানা গেছেভ৫  বন্ধু মিলে একটি গাড়ীতে করে দিঘা বেড়াতে এসেছিলেন। তাদের মধ্যে তিনজন একটি প্রাইভেট কারে করে তাজপুর চলে আসে।সমুদ্রে তিনজন স্নানে নামে।একজন কিছুক্ষণের মধ্যে উঠে আসে।বাকি দুজন গভীরের দিকে চলে গিয়ে তলিয়ে যার। সাহেদ শালিম কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যায় পুলিশ।সমুদ্রে স্পীট বোট নামিয়ে চলছে তল্লাসী।
রবিবার সকালে জুনেতের মৃতদেহ তাজপুর ২নং ব্রিজের কাছে  উদ্ধার হয় ।

No comments