৬৯৪ নাম্বার পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে মেমারির বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মায়ের স্বপ্ন যখন নিজের স্বপ্নতে রূপান্তরিত হয়, তখন সে স্বপ্ন পূরণ করতে বাধা-বিপত্তি আসলেও তাকে এড়িয়ে যাওয়া যায়। এমনটাই প্রমাণ করে দেখালো পূর্ব বর্ধমান জেলার মেমারির বিদ্যাসাগর মেমোরিয়াল এর ছাত্র অরিত্র পাল। গনেশ চন্দ্র পাল এবং চন্দনা পালের কৃতি সন্তান অরিত্র মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে ।
তার প্রাপ্ত নম্বর ৯৯.১৪ শতাংশ অর্থাৎ সবমিলিয়ে ৬৯৪ পেয়েছে সে। তার স্বপ্ন ডাক্তার হবে। প্রথম দশে যে থাকবে তাও আশা করেছিল সে, তবে আসার থেকেও অনেক ধাপ এগিয়ে গেছে ভাবতেও পারেনি অরিত্র । তবে প্রথম 10 এর তালিকার সর্বপ্রথম নামটি যে তার হবে এমনটা আশা করেনি। (কল্যাণ দত্ত )
No comments