মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে বনগাঁ উচ্চ বিদ্যালয় ছাত্র মঞ্জুষ হালদার
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ফল বের হতেই বনগাঁ হাইস্কুলের মঞ্জুষ হালদার ৬৮৫ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে খুশি পরিবারের সকলেই। অষ্টমী স্থান অধিকার করেছি ভেবেছিলাম এমনই নম্বর পাব তবে এত বেশি আশা করিনি। খেলাধুলার পাশাপাশি গান-বাজনা এবং সংবাদমাধ্যমে সাথে যোগসূত্রতার কথা বলে কৃতী । আগামীতে ডাক্তারি নিয়ে পড়ার আশা প্রকাশ ওই কৃতি ছাত্র তার পরিবার। মা স্কুল শিক্ষিকা, বাবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।
No comments